মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
ভাঙন
পাহাড়ী ময়াল নদী নেমে আসছে,
নড় বড়ে কাঠের সেতু।
আকাশ মুখি গাছ চিৎকার-
ভাঙবে! ভাঙবে!
ভাঙন সমর্থিত একটি রাগী আকাশের নিচে
একটি সন্ত্রস্ত মিকচার বস্তি!
অসংখ্য গণকবরের দাগ
আজ অলিখিত ইতিহাস!
Post a Comment
No comments:
Post a Comment