Sunday, July 18, 2021

জয়তী দেওঘরিয়ার একটি কবিতা

 প্রতীক্ষা


পড়ন্ত শীতের মৃদু-মেদুর উষ্ণতা মেখে

    দুঃসাহসের চোখ তুলে

কিছু বলতে চেয়েছিলাম, 

তুমি বুঝতে পারোনি!


রাঙা-কিংশুকের পসরা সাজিয়ে

 কত অপেক্ষার প্রহর কাটিয়ে

আলিঙ্গনের হাতখানি বাড়ায়ে দিয়েছিলাম, 

তুমি বুঝতে পারোনি!


কৃষ্ণচূড়ার রাঙা পাপড়িতে

রচেছিলাম এক মধুর বাসর-শয্যা

শুধু তোমারই জন্য, 

তুমি বুঝতে পারোনি!


আজও শীত আসে,শীত যায়

বসন্তের সমারোহে আবেশ জানায়

তবু মনের মরুতে ফোটাতে ফুল, 

আমি শুধু তোমারই প্রতীক্ষায়!!!

No comments: