Sunday, July 25, 2021

সব্যসাচী মজুমদারের একটি কবিতা

 হাঁস


যাবৎজীবন সোঁদাল করে দাও

করো জলে অসুস্থ ও মৃত


তোমার ক্ষতে লেগে আছেন দুধ 

স্তনের মতো মায়েরা কর্তিত


ঘুরন্ত এই ছায়ায় মতো হাঁস

হাঁসের গায়ে ইছামতির জল

ঠোঁটের নীচে অবিরহ নদী

রামপ্রসাদী ঈষৎ কিঞ্জল


No comments: