Sunday, July 25, 2021

মীনা সাহার দুটি কবিতা

 রাত্রির সংলাপ


ঘরে ফেরার বিপন্নতা 

বুকের ভিতর হু হু করে ওঠে...

এক যুদ্ধকালীন রাত্রির ভিতর --

 বিষণ্ন রাত্রির ভাষা ...

     

পৃথিবীর নক্ষত্র শহরগুলো কেমন বিষণ্ন দৃষ্টিতে ছেয়ে

দিনেই নেমেছে রাতের আঁধার...

সন্ত্রস্ত বুকে কেবলই গভীর আর্তনাদ --

ওই বুঝি এলো সে...

তরাসে বুকের ভিতর দপ করে ওঠে --

প্ৰজ্জ্বলিত দ্বীপের নীচে এক কৃষগহ্বর...


যে বন্ধু চলে গেল এই মাত্র...

জাম-জরুলের ঘ্রাণ নেবে না সে আর 

প্রিয় আমলকি গাছটির নীচে দাঁড়িয়ে নদীর চলমান কথা ...

বৃষ্টির শব্দ শোনার বাসনায় যাঁর --

বৃষ্টিতে ভ্রুক্ষেপ নেই আর 

কবিতার শরীর জুড়ে --

শুধু রয়ে যাবে খড়ির দাগ ...

আর্দ্র হল দু চোখের পাতা--

যে বন্ধু চলে গেল এইমাত্র 

কেবলই বিষণ্ন রাত্রির শোক ....


______________________________________


  ক্রন্দসী 


রেখাচিত্রের অবয়বে এঁকে রাখা জন্মান্তর ....

থমকে যাওয়া আত্মার অ্যানাটমি ঘেটে ঘেটে --

এক অলৌকিক দরজায় নতুন অক্ষর সাজাই


রাত্রিগত কিছু শোক ... কিছু ব্যাথা ...

ঘুন পোকা বিষয়ক হিমস্নান সেরে 

এক জাগ্রত নদীকথার মত জ্যোৎস্না প্রেম ...


মুহূর্তের শূণ্যতায় ...

বিষন্ন আঁধার মাখা সান্ধ্য শিবিরের --

এক জীবন থেকে অন্য জীবনে ...


থমকে যাওয়া আত্মার স্বর

স্পর্শবর্ণের আত্মিক সুপ্রভাতে --

ক্রন্দসী হয়ে ওঠে ...

প্লাবিত জলে ভেসে যায় মন ...

No comments: