Sunday, July 25, 2021

ক্ষুদিরাম নস্করের একটি ছড়া

 বৃষ্টি আসুক


ঢেউ তুলেছি ঝড়কে ডেকে 

নিজস্ব কি আছে ? 

চাইবো ক্ষমা কেমন করে 

নিজেই নিজের কাছে। 


হার মেনেছি ভুলের কাছে 

বিকিয়ে শিরদাঁড়া, 

মন মানে না মনকে তবু 

কেবলি দেয় নাড়া। 


আর করি না আশা কিছু 

আছেই বা কি দেবার ! 

আকাশ ঘিরে মেঘ করেছে 

বৃষ্টি আসুক এবার।


No comments: