ক্ষুদিরাম নস্করের একটি ছড়া

 বৃষ্টি আসুক


ঢেউ তুলেছি ঝড়কে ডেকে 

নিজস্ব কি আছে ? 

চাইবো ক্ষমা কেমন করে 

নিজেই নিজের কাছে। 


হার মেনেছি ভুলের কাছে 

বিকিয়ে শিরদাঁড়া, 

মন মানে না মনকে তবু 

কেবলি দেয় নাড়া। 


আর করি না আশা কিছু 

আছেই বা কি দেবার ! 

আকাশ ঘিরে মেঘ করেছে 

বৃষ্টি আসুক এবার।


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ