মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
বৃষ্টি আসুক
ঢেউ তুলেছি ঝড়কে ডেকে
নিজস্ব কি আছে ?
চাইবো ক্ষমা কেমন করে
নিজেই নিজের কাছে।
হার মেনেছি ভুলের কাছে
বিকিয়ে শিরদাঁড়া,
মন মানে না মনকে তবু
কেবলি দেয় নাড়া।
আর করি না আশা কিছু
আছেই বা কি দেবার !
আকাশ ঘিরে মেঘ করেছে
বৃষ্টি আসুক এবার।
Post a Comment
No comments:
Post a Comment