তন্ময় চ্যাটার্জীর একটি ছড়া
কমা জিনিস
পকেটেতে টাকা প্রচুর অক্ষর নাই পেটে
মগজেতে বুদ্ধিটা কম বোঝেন একটু লেট এ।
ঠিকাদারির ব্যবসাটাতে জমিয়ে বহুত টাকা
শেষ বয়সে করবে আয়েষ ব্যাবস্থাটা পাকা।
ঠিক হলো তাই করবে দোকান থাকবে সিমেন্ট বালি
লিখতে হবে একটা হোর্ডিং আনলো কাগজ কালি।
ডাক পড়লো রামু দাদার লিখতে পারে ভালো
লেখার কথা চিন্তা করেই দিনটা কেটে গেল।
বেশ কিছুদিন চিন্তা করে বিষয় হলো ঠিক
এমন কিছু লিখতে হবে জানবে চতুর্দিক।
বালি(কমা)পাথর (কমা)লোহাও পাওয়া যায়
দেখুন দেখি এমন কথা লিখলে কেমন হয়।
বললো বাবু:-
দ্যাখো বাপু তোমার মত বুদ্ধি আমার নেই
কিন্তু আমি এই কথাটা বুঝছি সহজেই।
তোমার কথায় আঁতকে উঠি ভাবতে লাগে ভয়
হতে পারি আমি কমা জিনিস কমা নয়।।
Comments