Sunday, July 18, 2021

সত্যেন্দ্রনাথ পাইনের একটি কবিতা

 নাগরিক আকাশ


আকাশটা চুরি হয়ে গেছে, বিজ্ঞাপন আর ফেস্টুনে

বাঁশ নারকেল তাল তমাল সবুজ বন ঘেরা

দিগন্ত যেন আজ পরিযায়ী।

বড় বড় অট্টালিকা, বাতি স্তম্ভ, সুউচ্চ বন্ধন

হিমালয় সম চিমনি ঢাকা আকাশ হারিয়েছে নাগরিকত্ব।

মহামান্য আদালত, মনুমেন্ট হয়ে উপহাসের ছলে বিদ্রুপ করে তাকে।

আকাশ পথে ড্রোন, রকেট, বিমান, নকল সৌরজগতের নৈশভোজের আড়ম্বরে ম্রিয়মান।


এখন আকাশকে কে দেবে বিমল নাগরিকত্ব?

কি নামে পরিচিত হবে নতুন করে নতুনভাবে?

No comments: