বদ্রীনাথ পালের দুটি ছড়া
স্বপ্ন
বেড়াল বলে মাছ খাবো না
খাবো কচি ঘাস-
সিংহ বলে হিংসা ভুলে
করবো কাশী বাস।
মাছ শুনে তাই বললে সবাই
ছাড়বো এবার জল-
বাজার গিয়ে কিনে খাবো
টাটকা সতেজ ফল।
গাধা বলে নেই কি আমার
তিল মাত্র মান-
ব ইবো না আর ধোপার বোঝা
গাইবো কেবল গান।
তোমরা বুঝি ভাবছো বসে
এসব কি আর হয়-
স্বপ্নে আমি কাল দেখেছি
মিথ্যা মোটেই নয়।
_________________________
সেই দিন
সেই দিন দিল্লির লালকেল্লায়
বাদশা বাবর দেখি ভাওয়াইয়া গায়।
হুমায়ূন দেয় ঘুম চাঁদনীর চকে
গাঁজা টেনে আকবর বিড়বিড় বকে।
জাঁহাগীর নয় স্থির, ওঠবোস করে
উন্মাদ শাজাহান চোখে জল ঝরে।
আওরঙ্গজেব ! সেও চুপিচুপি রাতে
দিল্লির পথে ঘোরে লন্ঠন হাতে।
জাহানারা বসে আছে হাঁড়ি মুখ করে
তার -ও নাকি ভাত নেই দুই দিন ঘরে।
রোশেনারা,দেখি সে ও ব্যস্ত যে কাজে
ঘুঁটে দেয়, ধান ভানে আর মুড়ি ভাজে।
বীরবল ভিখ মাগে যমুনার তীরে
তাকে দেখে চেনা দায় লোকজন ভিড়ে।
সেই গোলে ঘুম ভাঙে, দেখি আছি শুয়ে
জড়সড় কোনোমতে এক কোনে ভুঁয়ে।
Comments