Sunday, July 25, 2021

তন্ময় চট্টোপাধ্যায়ের একটি ছড়া

 ছবি খাবার 


ছবি দিয়েই খাচ্ছি খাবার পয়সা বাঁচার তরে 

এমনি করে চালাই যদি মেদটা যাবে ঝরে। 

দেয়াল সাঁটা উচ্ছে ভাজা পটল লতি দিয়ে 

মিষ্টি মিঠাই নেইকো সেথায় নরম ভাজা ঘিয়ে।

ছবি দিয়েই খাচ্ছো যখন,মাংস,বিরিয়ানি

খেলেই হল,এর জন্য লাগবে না তো মানি।

মাংস দিয়ে খেলেই হল মেদটা বাড়ে তাতে 

মেদের কথা আল্লাহ্ জানেন ওটা উনার হাতে। 

কিন্তু ভায়া চালের খরচ তখন দ্বিগুণ হবে

এসব শুধু আমিই বুঝি তুমি বুঝবে কবে।।


No comments: