Sunday, July 25, 2021

তীর্থঙ্কর সুমিতের দুটি কবিতা

 নদী কথা


মুহুর্তের সঙ্গে মুহূর্ত মিশে গেছে 

 রূপকের চারুলতা ...

যেমনভাবে নদী মেশে সাগরে

তর্জনীর চিৎকার আজ

ভেসে গেছে নদিস্রোতে

কথার পাহাড় ___

ভোরের সূর্য কঠিন বাস্তব

সূত্রের সূত্র


আজ অঙ্কে মশগুল।

___________________________


জাগরণ


সবুজে সবুজ চারিপাশ

মিশে গেছে রাস্তা ---

আশালতার সাজানো বাগান

আজ বিনোদিনী ফুলে ....

সময়ে সময়ের জালে


কৃষ্ণচূড়া গেছে আজ বসন্ত জেগেছে।


No comments: