Sunday, July 18, 2021

নবকুমার এর একটি কবিতা

 ঘরের সমস্ত ফুটোগুলো


একমাত্র মা জানতো আমাদের 

টিনের চালের সমস্ত ফুটোগুলো ।

তাই বিরামহীন বৃষ্টির দিনে

ফুটোগুলোর নীচে পাতা থাকতো

ঘটি-বাটি-গেলাস কিংবা অন্যকিছু ।


আর আমরা ভাইবোনেরা এক কোনে

জুজুবুড়ি হয়ে বসে থাকতাম --

-এই জল ছাড়লো বলে !

জল কিন্তু আর ছাড়ে না -

থেকে থেকে রাত বাড়ে-

বাইরে থেকে ভেসে আসে অদ্ভুতুরে শব্দ 

ততই আমরা সিটকে যাই ভয়ে ।


এমন সময় মা বলতো-আজ আর কোঠায় ঘুমোতে পারবি না,চল নীচের মেঝেয় আমার সংগে শো'বি ।

মায়ের কাছে কে শোবে তাই নিয়ে ভাই বোনে চলতো ঝগড়া 

অবশেষে ছোট বোনকে মায়ের পাশে শুইয়ে দিয়ে পাশাপাশি শুয়ে পড়তাম আমরা ।


সারারাত আমার ঘুম আসতো না-

ভাবতাম-বড় হলে আমি চালার ফুটো সহ ঘরের সমস্ত ফুটোগুলো বুজিয়ে দেব ।  

কিন্তু হায়! আমি আজও বড় হতে পারিনি -

ক্রমাগত ছোট হতে হতে ক্ষুদ্রাতিক্ষুদ্র ।


ওপরের স্বর্গ হতে ঝরেনি এক ফোঁটা সুখ

তাই ঘরের সমস্ত ফুটোগুলো এখনো হাঁ-মুখ ------



No comments: