শ্যামল রায়ের একটি কবিতা
কবিতার জন্যে রোদ্দুর
এসো হাত বাড়িয়ে
ছুই না তোমায়!
মন রাঙিয়ে ছুই।
বৃষ্টি আসুক
সৃষ্টি জুড়ে
মাটির কাছাকাছি
নতুন এক পৃথিবী।।
তোমায় আমি ভালোবাসি
তাইতো চেনা পথে হাটি!
সুখে-দুখে প্রলেপ লাগাই
তুমি যে শুধুই জুঁই আর জুঁই ।
ইচ্ছে করে রোজ কাগজে
রং তুলিতে আঁকি তোমার মুখ
এসো হাত বাড়িয়ে বলো
শুধুই একটি কবিতা পাঠালাম
পাঠালাম কবিতার জন্যে রোদ্দুর।।
Comments