Sunday, July 25, 2021

ইউসুফ মোল্লার একটি কবিতা

 বালতিভর্তি আলো



কুয়োর মধ্যে থাকা অন্ধকারকে দেখেছো

সেও একটু আলো খুঁজতে চায়

উপর থেকে যাওয়া বালতিভর্তি আলো

সেই আলোর বিনিময়ে এক বালতি জল পাও

এভাবেই সে বেঁচে আছে চিরকাল। 


বালতিভর্তি আলো কমতে কমতে এখন নিঃস্ব

তাই সেখানে বসেছে আজ এযুগের টাইমকল

যা সময়ের আগে কখনো দেয় না জল। 


এভাবেই তুমিও একদিন ইতিহাস হয়ে যাবে

যদি না অন্ধকারকে ঘোচাতে পারো

সময়ে সময়ে নিজেকে ভাঙতে শেখো

তাহলে ঠিক সময়ে তুমি গড়ে উঠবে।

No comments: