Sunday, July 25, 2021

চিত্তরঞ্জন সাহার দুটি ছড়া

 করোনাকে খেঁদাও


খোকার হঠাৎ ঘুম ভেঙে যায় প্রশ্ন করে মাকে,

বিশ্ববাসি কেন বলো বন্দী এখন থাকে।


কি হয়েছে দেশে দেশে বলো তুমি মাগো,

বলতে গেলে কেন তুমি অমন ভাবে রাগো?


মা যে তখন বলতে থাকে সব কথা আজ বলি,

বাঁচার জন্য আমরা সবাই নিয়ম মেনে চলি।


করোনা আজ ঘাতক ব্যধি ছড়িয়ে দেশে,

মরছে মানুষ লাখে লাখে বাঁচাবে আর কে সে। 


সেই ভয়েতে বিশ্ববাসি বন্দী যে আজ ঘরে,

রক্ষাতো নেই ঘাতক রোগে হাজারো লোক মরে।


মহান প্রভুর ডাকতে হবে আজ আমাদের বাঁচাও,

দেশ থেকে আজ ঘাতকটাকে এবার তুমি খেঁদাও।

__________________________________


লাটিম ঘুড়ুক


জড়িয়ে সুতো মারলো ছুড়ে

ঘুড়ছে লাটিম জোরে,

ইচ্ছেমত মত লাটিম যেন

ঘোরে ভীষণ ঘোরে।


ঘুড়ছে দেখে খোকা তখন

ভীষণ খুশি হয়,

ভাবটা যে এই বয়সে

করলো জগৎ জয়।


ঘুড়ে ঘুড়ে লাটিম যখন

নিজের মত থামে,

খোকার তখন দুঃখে যেন

সারাটা মুখ ঘামে।


ঘুড়লে লাটিম আনন্দতে

খোকার মনটা ভরে,

ঘুড়ছে লাটিম ঘুড়ুক আরো

ভীষণ ভীষণ জোরে। 


No comments: