বসন্ত পরামাণিকের লেখা একটি গান

 মায়াবী এ রাত জুড়ে


মায়াবী এ রাত জুড়ে জোছনার সুরে সুরে

ক্ষণে ক্ষণে মন যে হারায়,

উদাসী বাতাস এসে চুপি চুপি ভালোবেসে

তোমার কথাই বলে যায় ।


তুমি সরে আছ দূরে দূরে

তবু আছ এই মন জুড়ে ।

উতলা মনের নদী মিশে যায় নিরবধি

তোমারই মনের মোহনায় ।


দূরে থাকা মানে প্রিয়া কখনোই ভুলে থাকা নয়,

তাই তো নীরব রাতে প্রেম এসে আজো কথা কয় ।


এ হৃদয় পথ চেয়ে থাকে

তোমারই ছবি যে শুধু আঁকে ।

মিশে আছ এই মনে হৃদয়ের স্পন্দনে

প্রেম জাগে শিরায় শিরায় ।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র