Sunday, July 18, 2021

ক্ষুদিরাম নস্কর এর একটি কবিতা

 উড়ে যাব


যা নিয়েছি তোমার থেকে 

তোমায় দিয়ে যাব, 

শেষের দিনে তোমায় বিনে

 মুক্তি কি আর পাব। 


শীতের ঝরা পাতার মতো 

শুকিয়ে যাব উড়ে, 

দখিন বাতাস, বসন্ত ফুল, 

থাকুক তোমায় জুড়ে। 


সুখে থেকো শান্তিপেয়ো 

এই কামনা রাখি 

আলোয় রাঙা আবির আকাশ 

মেঘেতে দিক ঢাকি।

No comments: