Sunday, July 25, 2021

তাপস কুমার বরের একটি কবিতা

বনলতা সেন


মোরে করেছো

বিরহী বনলতা

শ্যাম বাঁশিতে।


যমুনা তীরে

দেখেছি শুধু তারে

প্রেম নয়নে।


কোথায় গেলে

পাবো রূপসী তোরে

পরীর খোঁজে।


কৃষ্ণের সখা

অভিসারে সেজেই

আজও দূরে।


কখনো তারে

দেখেছো কি নয়নে

তোমার স্বপ্নে।


বাঁশির কন্ঠ 

বোবা হয়ে পড়েছে

রাধিকা স্বপ্নে।


মোরে করেছো

বিরহী পাগলিনী

রূপ সাম্রাজ্যে।

  

No comments: