ক্ষুধা
ক্ষুধার জ্বালা।
ক্ষুধার আবার জ্বালা আছে নাকি?
পাঁজরের হাড় বেরিয়ে গেছে,
তবুও তা দৃষ্টি চক্ষুর আড়ালে অন্ধকারাচ্ছন্ন।
খাদ্য সে বড় অদ্ভুত জিনিস,
৬৯ কোটিকে প্রতিরাতে সে বঞ্চিত করে।
অনাহারে রাখে বইকি?
সাড়ে ৪ কোটি বুঝি দুর্ভিক্ষ গুনছে?
তবুও মহাশয়দের টনক নড়ে কই?
বিলাসিতায় ৯৩১ টন নষ্ট করছে প্রতিবছর।
ক্ষুধা কড়া নাড়ে নিপিড়ীতের পেটে।
দেখবেনা কেউ কি এসব ঘেটে?
তরুন তুমি তো বলবান,
নেই কি হাতে স্ফুলিঙ্গ?
দাও দৈত্যের ভেঙে দাঁত।
কন্ঠে সুর আনো বিদ্রোহ আর ভালবাসার,
বাড়াও হাত, কর জয় ক্ষুধার রাজ্যের অন্ধকার।
No comments:
Post a Comment