Sunday, July 25, 2021

সায়ন তরফদারের একটি কবিতা

 যারা রোজ মরে যায়


শহর বোঝে না ভালোবাসার মাপকাঠি

সে জানে না কত দুঃখ জমেছে আকাশে

ভালোবাসা মরে যায় রোজ এখানে―

বাঁচতে চায় মানুষ প্রায়ই শ্রমে ও চাষাবাদে


বাঁচতে চেয়েছিল ছেলেটাও বারবার

বুঝতে পারেনি ভালোবাসায় মায়ার পরিমাপ

কর্মহীনতায়, প্রেমহীনতায় মরেছে প্রায়ই

শরীরটা সতেজ তবুও, জীবন পায়নি মনের জবাব


তবুও রোজ স্বপ্ন দেখি, বাঁচবো আবার ঠিকই

কিচ্ছু চাইনি সত্যিই...শুধু চাই একটু 'বাঁচতে শিখি'।

No comments: