1)বাংলা কিংবা ইংরেজি কবিতা পাঠাবেন কমবেশি পাঁচটি। বানান ভুল যেন না থাকে।
2)বড় গল্প পাঠাবেন ২টি। ছোট গল্প পাঠাবেন ৩টি। অনুগল্প পাঠাবেন ৩টি।
3) প্রবন্ধ কিংবা নিবন্ধ পাঠাবেন ২টি।
4) মুক্তগদ্য, অনুগদ্য কিংবা রম্যরচনা বিভাগের জন্য মোট ৩টি লেখা পাঠাবেন।
5) গবেষণা ধর্মী লেখা পাঠাবেন ১টি। কেউ যদি গান লেখেন তাহলে ২টি গান লিখে পাঠাবেন।
6) উপন্যাস পাঠালে সম্পূর্ণ উপন্যাস টি পাঠাবেন। কিন্তু আমাদের ব্লগে তার পার্ট পার্ট করে প্রকাশিত হবে।
7)হাতে আঁকা ছবি পাঠাবেন মোট ৫টি।
8) মোবাইল ফটোগ্রাফি এবং Wildlife photography পাঠাবেন মোট ৫টি।
9) হস্তশিল্প, গ্রাম্য শিল্পকলা, লোকসংস্কৃতি তুলে ধরার ছবি এবং সেই সম্পর্কে কিছু কথা লিখে পাঠাবেন মোট ২টি।
10) যারা এই সপ্তাহে লেখা পাঠাবেন তারা পরের সপ্তাহে পাঠাবেন না। অর্থাৎ প্রথম সপ্তাহে লেখা পাঠানোর পর দ্বিতীয় সপ্তাহ বাদ দিয়ে তৃতীয় সপ্তাহে লেখা পাঠাবেন।
🙏 লেখা পাঠাবেন মেইল কিংবা হোয়াটসঅ্যাপ এ টাইপ করে। সঙ্গে দেবেন নিজস্ব ঠিকানা ও ফোন নম্বর।
লেখা পাঠানোর ঠিকানা--
অমিত পাল:
gmail- amitpal7949@gmail.com
WhatsApp- 8016962754(প্রয়োজনে কথা বলুন)
কৌশিক বড়াল:
gmail- Koushikboral1999@gmail.com
WhatsApp- 7001090414(প্রয়োজনে কথা বলুন)
No comments:
Post a Comment