প্রাণের ঠাকুর
খোকন শুধায় মা-কে, " মা গো কেমন ঠাকুর রবি-
দেখিনি তো মন্দিরেতে তার কোনোদিন ছবি !
থাকেন না তো তিনি কোথাও রাজার মতন বেশে-
জলভরা ঘট ক ই দেখি মা তার সে পাদদেশে ?
কোন্ জন্তু বাহনটি তার,কে-ই বা থাকে কাছে-
বলতে পারো ,ঠাকুর হবার কি গুণটি তার আছে ?
বনমালা, তাও দেখিনি তার কখনোও গলে-
কেমন ঠাকুর রবি ঠাকুর, দাও মা তুমি বলে"।
মা হেসে কন, " রবি ঠাকুর থাকেন না মন্দিরে-
অন্তরেতে আসনটি তার-থাকেন নাতো ভিড়ে।
সুখে দুখে ডাকলে তিনি দাঁড়ান হাসি মুখে--
প্রাণের ঠাকুর বলতে তাঁকে তাইতো গরব বুকে" !!
_______________________________
মা
মাগো তুমি কেন হলে
দূর আকাশের তারা-
পালিয়ে গেলে কেন আমায়
করে সর্ব হারা ?
"আয় রে খোকন খেয়ে যাবি"
বলবে কে আর ডেকে-
কার কোলে মা মুখ লুকাবো
কোন্ সে ছবি এঁকে ?
চোখ দুটি মা বন্ধ হবে
রাত্রে যখন ঘুমে-
কে ভরিয়ে দেবে দু গাল
আদর মাখা চুমে ?
ঘুম ভাঙলেই তোমার মুখের
মিষ্টি হাসির রেখা-
আর কোনোদিন পাবো কি মা
বলো আবার দেখা?
ভয় পেলে মা বলবে কে আর
"আমি আছি খোকা"-
হারিয়ে গেলে কোথায় মা গো
সাজিয়ে আমায় বোকা?
No comments:
Post a Comment