Sunday, July 18, 2021

তৈমুর খানের দুটি কবিতা

 পুরোনো প্রেমিক


কত তির বিঁধে আছে বুকে 

তবুও নতুন আলোর গানের কাছে 

সুর চাইতে এসেছি 

সব ক্ষত ঢেকে আবার জ্যোৎস্নায় 

কিছুটা উপশম চেয়েছি 


ওদের বারান্দায় নেমেছে কত সাদা পাখি 

রোদের সুস্পষ্ট উচ্চারণগুলি তাদের ঠোঁটে ঠোঁটে স্বরলিপি 

গড়ে যাচ্ছে শূন্যতায়, উচ্ছ্বাসে 


ভোরবেলার দিকে কোনও নক্ষত্রের কাছে 

নিজের জাগরণ লুকিয়ে 

এখনও লজ্জানত আমি।


_____________________________


         দ্বান্দ্বিক 


এত রাস্তা দেখাচ্ছ, কোন্ রাস্তা দিয়ে যাব? 

দ্বিধা-দ্বন্দ্বের দোকান, সংকট খুলেছে ধর্মশালা 

রাজনীতি পতাকা উড়িয়ে লিখেছে, মুশকিল আসান! 


রাস্তা দেখতে দেখতে 

    দ্বিধা-দ্বন্দ্বের দোকানে চা খেতে খেতে 

          সংকটের ধর্মশালায় ধর্মদাস হতে হতে 

                  পতাকা দেখাচ্ছে মুশকিল আসান 


কিন্তু যাব কোন্ দিকে? 

সংযোগ অব্যয়গুলি ঘুর ঘুর করে 

     ক্রিয়াপদের ঠোঁটে মধু জমে

          আমি নির্বোধ পাক খাই নিজের অন্ধকারে 



জীবন একটা মোরগ হতে চায় 

     জীবন একটা কাক হতে চায় 

            জীবন শুধুই অযোগবাহ 

       টোপর পরে হাসতে চায় বিবাহমঙ্গলে… 



No comments: