বৃষ্টিঋণ
পুরনো কিছু বৃষ্টিঋণ শোধ করব ব'লে,
বৃষ্টির জলেই বৃষ্টিকে তোয়াজ ক'রে,
ক'য়েক ফোঁটা বৃষ্টি জিইয়ে রেখেছিলাম...
বৃষ্টি গড়ানো গালে আলতো চুমু এঁকে,
টাটকা রেখেছি জলের সাথে উষ্ণ ঠোঁট।
আস্তিনে লুকিয়ে রেখেছি শীতল মেঘদল।
বৃষ্টির জলঝরা বৃত্তের সীমা পরিসীমা
ভুলে দু'পা এগিয়ে নিয়েছি শুষ্কতায়।
রোদ-জলে অঙ্কুরিত বৃষ্টিফোঁটা,
শিকড়জালে জড়িয়ে বেঁধেছে আরও।
বৃষ্টিঋণ শোধ করতে অতর্কিতে শুকনো আমি।
আরও বেশি, আরও বেড়েছে বৃষ্টিঋণ!
আমি বৃষ্টিহীন,আমি চির-বৃষ্টিহীন...
No comments:
Post a Comment