লকডাউন ধনীদের জন্য
লকডাউন ধনীদের জন্য, গরীবদের জন্য নয়। লকডাউন তো তারাই চাই তারা প্রাসাদে বসে আরাম করে, লকডাউন তো তারাই চাই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ মাস শেষে মোটা টাকা আসে। কিন্তু গরীবরা তো লকডাউন চাই না। কারণ তারা হল দিন আনা, দিন খাওয়া মানুষ।
এই লকডাউনে কত মানুষ অনাহারে ভুগছে হুঁশ আছে আমাদের দেশ ও রাজ্য সরকারের? আমাদের কি হবে কেউকি ভাবছেন? আমাদের মত গরীব দের পেট কিভাবে চলবে তার একটি রাস্তাও কি বের করা আছে? তাহলে লকডাউন কেন? মানছি করোনা অতিমারিতে এটা জরুরী পদক্ষেপ কিন্তু একটি বছর এই করে কেটে গেল। তাহলে আবার এই বছরে? এতে তো অনাহারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে লকডাউন টা কি জরুরী ছিল?
আচ্ছা, প্রথম বছরের পরিস্থিতি তো অনেকটা শিথিল ছিল তাহলে আবার করোনা বৃদ্ধি পেল কেন? এইটা নিয়ে তো কেউ প্রশ্ন করে না। এখন দ্বিতীয় ধাপে করোনা বৃদ্ধি পেয়েছে তাই কোনো কিছু না ভেবেই কি লকডাউন? সাধারণ মানুষের জন্য ই সরকার। তাহলে ভোটটা কি মহামারী থেকে মুক্ত হওয়ার পর করলে হত না? যেমন চাকরি পরীক্ষার রেজাল্ট ঝুলে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান ঝুলে থাকে তেমনই ভোটটাও ঝুলিয়ে রাখলে কি অসুবিধা ছিল? মানুষের জন্য ই তো সরকার গঠন আর যদি মানুষ ই বেঁচে না তাহলে কার জন্য সরকার? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন?
ধনীদের উদ্দেশ্যে বলছি, গরীবদের কষ্টের ফলেই আপনি কিন্তু প্রভাবশালী হয়ে উঠেছেন। তাই গরীবদের কথা ভাবুন। ধরুন আমাদের মত গরীবরা আর বেঁচে থাকল না, কেউ অনাহারে আবার কেউ মহামারীর কবলে ধ্বংস হয়ে গেল তখন কি করবেন? পারবেন কি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলাতে? পারবেন কি ঋণের বোঝা মাথায় নিয়ে শস্য বোঝাই করতে? কি খাবেন তখন? মাসের শেষে মে মোটা টাকা আসে সেগুলো তো কাগজমাত্র, তখন কি ঐগুলি খেয়ে বাঁচবেন? মনে রাখবেন এই প্রকৃতির বাস্তব পরিবেশে বাস্তুতন্ত্রের চক্র বলে একটা চিরন্তন সত্য আছে। আমরা গরীব রা এবং আপনাদের মত ধনীরা এই চক্রের মধ্যে আবদ্ধ। তাই আমাদের মত গরীবরা ধ্বংস হলে আপনারাও ধীরে ধীরে বাস্তুতন্ত্র ও সময়ের কাল চক্রে ধ্বংস হয়ে যাবেন। তখন কোথায় থাকবে প্রাসাদ? কেই-বা ভোগ করবে, ভেবেছেন কি?
সরকারের উচিত এই ব্যাপারে আমাদের মত গরীবদের জন্য ভালো কিছু সিদ্ধান্ত নেওয়া। জানি লকডাউন দরকার। কিন্তু অতিমারির বদলে যদি অনাহারে আমাদের মৃত্যু হয় তখন তার দায় কি সরকার নেবেন? এর জন্য এই লকডাউন পরিস্থিতিতে প্রতিটি গরীব মানুষদের পেটের দায়ভার সরকারকেই নিতে হবে। কিছু না হলেও অন্তত পরিবেশ সুরক্ষা মূলক ১০০ দিনের কাজ , গ্রাম উন্নয়ন মূলক কাজ দেওয়া হোক তাতে সরকারের ফান্ড থেকে আমাদের মত গরীবদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এও কিছু টাকা আসে। যাতে করে আমরাও বাঁচতে পারি। আমি কাজ ছাড়া সরকারকে এমনি টাকা দেওয়ার কথা বলিনি। তাই সরকারের উচিত এই দিক গুলো ভেবে দেখা।
No comments:
Post a Comment