Sunday, October 3, 2021

কবি উদয়ন চক্রবর্তী -এর একটি কবিতা

 ধারাবাহিক সুখের তাড়নায় 

 


বিষণ্ন ঘরে ফেরা পাখির 

শরীর থেকে খসে পড়া পালোকের

যাত্রা পথ ঠিকানা হীন 

উত্তাপ হারানো বিষাদ বয়ে নিয়ে যায় নিরুদ্দেশে বন্ধনহীন বাধ্যতায়

ক্ষুধার্ত প্রাণও রাস্তা খুঁজে মরে সংগ্রহের

অছিলায় গন্তব্য নরকের হলেও।

এখন আর শুধু মুখ নয় সারা শরীর 

স্বচ্ছ খোলসের আস্তরনে ঢাকা

যতটা স্বচ্ছ ততটাই গভীরতা অন্তরালের 

প্রশ্নহীন প্রাজ্ঞ শামুকের নীরবতা এগিয়ে যায়

কচি পাতার হৃৎপিণ্ড নিংড়ে আগামীর কাছে

নিরবিচ্ছিন্ন ধারাবাহিক সুখের তাড়নায়।

No comments: