Sunday, October 3, 2021

কবি নবকুমার -এর একটি কবিতা

 লাটাই এর ঘুড়ি 



মাইথনের ছবি দেখে আঁতকে উঠেছ ।

জলজ শিল্পের কারুকলায়

ভো-কাট্টা ঘুড়ির মতো 

ভেসে গেছ অলীক তুফানে-


অথচ একদিন গভীর অন্ধকার রাতে

তোমাকে ডেকেছিল মাইথন

হৃদয়ের কবাট খুলে

দেখাতে চেয়েছিল ভালোবাসার স্বরলিপি 

তখন বাঁধা তুমি লাটাই এর ঘুরন্ত বেড়ায় 


একদিন থাকবেনা ঘুড়িটি

লাটাই ও থাকবেনা - সূতো-

 

কিন্তু মাইথন থেকে যাবে 

জলীয় বুকে বিমূর্ত শিল্পের মতো। 

No comments: