আদর্শের আরেক নাম বিদ্যাসাগর
বিদেশি অনুকরণের প্রতিবাদ হিসেবে বিদ্যাসাগরের ছিলো ধূতি-চাদর এবং চটি। কোনো অবস্থাতেই তা পরিত্যাগে রাজি ছিলেন না তিনি।
চটি বা দেশীয় জুতো পরে এশিয়াটিক সোশ্যাইটিতেও ঢোকা বারণ বলে দারোয়ান তাঁকে আটকে দেবার পর সোশ্যাইটির সহকারী সম্পাদক খবর পেয়ে বিদ্যাসাগরকে ভেতরে যাওয়ার অনুরোধ করলেও তিনি যাননি। তাঁকে জাতিগত মর্যাদার অপমান অনুভবে সোশ্যাইটির কাছে কৈফিয়ত চেয়েছিলেন। কোনোদিন আর এশিয়াটিক সোশ্যাইটিতে যাননি।
No comments:
Post a Comment