চোখ দু'টো
যত্তো দোষ এই চোখ দু'টোরই , চোখে নাই সংযম
তাই তো দেশে হচ্ছে এতো খুনধর্ষণ হর্দম ।
চোখের মধ্যে লোভ লালসা
বাড়ছে ঘনঘোর তমসা
খোশ মেজাজে পুরুষ-পশু হচ্ছে দস্যু বেদর্দি বেরহম।
ঘরে ঘরে নেট -দুনিয়ায়
পর্ণো এবং পরকীয়া
বে-আব্রু বেলেল্লাপনায় লোমহর্ষক খুল্লম খুল্লম ।
কারে দণ্ড দিবে তুমি ?
দুষ্ট হচ্ছে মনোভূমি
নারী পুরুষ উভয় লিঙ্গ ডিজিট্যালি সবাই বেশরম ।
চোখের যাদু অসীম অপার
অনুধাবন করো একবার,
বন্ধু, চোখ মুদলে জগৎ আঁধার, চোখ খুললেই মনোরম ।
পর্দা টানো চোখে চোখে
ক্ষমতা- মদমত্ত রোখে ,
দুর্বলকে প্রবলের থেকে রক্ষা করো ঈভের আদম ।
No comments:
Post a Comment