আমি আছি
আমি টুকরোয় আছি
তবু সুতোর টানে মন
জীর্ণপাতার মতো ঝরে যাবার আগে !
বৃষ্টির ফোঁটা এক বুক
আমি অসম্পৃক্ত রসায়ন
কিছু ছন্দে, কিছুটা বিচ্ছিন্ন-- নানা ভাগে!
আমি সুখে দুঃখে ভরা
মেঘ আসে যায় রঙমেলান্তি খেলা
ঝড় আসে তুচ্ছতায়, আমার পালক খসে।
আমি আছি ব্যস্ততায়
ব্যথাময় কথা শুনি গাছের পাতায়
পথ চলে নীরবে, নীরবতা কথা বলে।
আমি আছি পূর্ণতায়
মগ্ন আকাশ ,সোনা রোদ শিউলিতলায়
মাটির গন্ধ ভাসছে,শিশির ভেজা মাঠের।
আমি অনাদি শাশ্বত
নিরাকার অপ্রত্যক্ষ থেকে সাকার বাহুল্যে
কাল থেকে ব্যপ্তি উদ্ভাসিত তমসায়।
No comments:
Post a Comment