বিকল্প আমি
আমার প্রজন্ম আমার অস্তিত্ব ছিঁড়ে ফেলবে দেখে নিও
প্রতিদিন টুকরো টুকরো বেঁচে থাকা গুলো রক্তাক্ত হয়
নিহত জানলা দিয়ে ঢুকে পড়ে চাঁদের রোদ
সুখের রজনীতে ঘষাঘষি দুঃখগুলো বিস্ময় চিহ্ন আঁকে
কালের প্রবাহে সেঁকে নিই ভরসা
অন্তত না মরার তীব্র শোক এখন আর গ্রাস করেনা
বারান্দায় নেমে আসে নীরব ভাষার সংকেত
এভাবেই নীরব আকুতি গুলো বৃদ্ধাশ্রম এর বারান্দায় রঙিন হলে পরবর্তী প্রজন্মের অমিকে খুঁজে পাই
No comments:
Post a Comment