আক্ষেপ
কেন আমায় ডাকো বারে বারে এই অন্ধকারে বসন্ত দিন আমি, এখানে আমার ভূমিকা অল্পই
সারা শরীরে আবীর মাখা তোমার, পায়ের নীচে সাগর থৈ থৈ।
আমার শুকনো পাতায় ডালে ডালে ঝড় নামছে ওই
তুমিও কি জানতে পারো কার সেই পাগল করা গানের গলা ভাসায় তোমায়? ভাসায় তোমার বই?
তুমিও কি জানতে পারো এমন ঝড়ে আমি যে তার শুকনো পাতা হই
বসন্ত কাল আসছে আবার শরীর কাঁপে থর থর, তোমার সঙ্গে তলিয়ে যাওয়ার উপায় আমার কই।
No comments:
Post a Comment