সিদ্ধান্ত
মানুষ মানুষের কাছে ফিরে এলে
লোপাট হয় বিবেক
রাতে রক্ত খেয়ে এসেছে কুকুরগুলো
স্বাধীনতার রক্ত, মনুষ্যত্বের রক্ত, ভালোবাসার রক্ত
যে ভালোবাসা মানুষকে সুন্দর হতে শেখায়।
বাক্যের মধ্যে এলোমেলো শব্দ এলে
জীবনের মধ্যে এলোমেলো সিদ্ধান্ত এলে
সবই সংজ্ঞাহীন!
শঙ্খ বাজে ঈশ্বরের পাড়ায় পাড়ায়
মানবিকতা দশমী উপভোগ করে
মা আর আসবেনা এ পাড়ায়
ফুল দিয়ে সাজানো মৃত থামগুলোয়
স্বর্গের বারান্দা ঝুলতে থাকে
সিদ্ধান্ত ভুল করে ঈশ্বর ঢুকে পড়ে
অন্ধকার গলিতে.......
No comments:
Post a Comment