Sunday, October 3, 2021

কবি সেখ নজরুল -এর একটি কবিতা

 নীল আকাশ

         


জ্যান্ত তুমি কে বহুদিন দেখিনি,

এখন দেখা হয় ফেসবুক পোস্টে কিংবা ফোন গ্যালারি ভিতরে।

সত্যিই বলতে এতো ভালো লাগতো যে,

মন পাওয়ার জন্য অনেক মিথ্যার আশ্রয় নিয়েছিলাম।

 মুখে যখন বললাম,

হতবাক হয়ে চোখের জল ফেলতে লাগলো।

কারণটা না বলাই থাক...

মন আমি পেয়েছিলাম ঠিকই,

তবে সেটা অন্য অনুভূতিতে।

হাজার হাজার মুখের ভিড়ে,

 কেন যে এই মুখ এত মনে পড়ে।

আজও আমার অজানাই রয়ে গেল!

হঠাৎই শুনলাম মরীচিকার পিছনেই ছুটছো,

অবশেষে যখন ধ্যান ভঙ্গ হলো,

অনেক দেরি হয়ে গেল।

সত্যিই জ্যান্ত তুমিকে দেখতে বারবার মন চাই,

আজও চোখ ছল-ছল করে ডায়েরির পাতায়।

আমার জীবনের সবচেয়ে বড় ভুল এর মধ্যে এটা অন্যতম....

 তবে ভালবাসার মধ্যে কোনো ভুল ছিলো না।

No comments: