Sunday, October 3, 2021

কবি পুষ্পিতা চট্টোপাধ্যায় -এর একটি কবিতা

 তুমি আগন্তুক



আমার মনের 

জীর্ণশাখায় 

হলুদপাতার দেশে


ভিনদেশী এক

রাতের বাতাস

শব্দ ঝরায় হেসে 


ঘুম কেটে যায়, 

ঘুমের ভিতর

মধুর মত জ্বালা  


মাদুর পাতে 

আদুর গায়ে 

চাঁদের কথামালা


খুব থরথর 

আতুর ঠোঁটে

গা জ্বরজ্বর ভাঁজে 


নাভির গানে 

জীবনমুখী  

মহুয়া মাদল বাজে 


হলুদপাতা

গভীর গোপন

ভিস্যুভিয়াস হলে


ভিনদেশী রাত

বারুদ বারুদ

উঠবে আগুন জ্বলে


আহা উঠবে আগুন জ্বলে

আহা উঠবে আগুন জ্বলে।

No comments: