মহাত্মা গান্ধী
ইংরেজদের কঠোর অত্যাচারে
ভারতবাসী যখন জর্জরিত
পরাধীনতার নাগপাশে
সবাই যখন ক্ষুব্ধ তৎকালীন
ইংরেজদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে
অনেকেই যখন দ্বিধাগ্রস্ত
সেই মুহূর্তে সত্য ও অহিংসাকে
অস্ত্র করে
যে মানুষটি লড়াই করেছিলেন
সেই অনন্য অসাধারণ ব্যক্তিত্ব
পরবর্তীকালে মহাত্মা গান্ধী
নামে হয়েছিলেন খ্যাত ।
কর্মসূত্রে দক্ষিণ আফ্রিকায়
যেতে হয়েছিল যাকে
সেই মহাত্মা গান্ধীর লড়াই
শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে।
সাদাকালোর মিথ্যে ভেদাভেদ
বর্ণবৈষম্যের কালো অন্ধকার
গ্রাস করেছিল দক্ষিণ আফ্রিকাকে
মহাত্মা গান্ধী ও রেহাই পায়নি
এই অত্যাচারের হাত থেকে ।
ট্রেনের প্রথম শ্রেণীতে ওঠার জন্য
শ্বেতাঙ্গ ইংরেজদের কাছে
ধাক্কা খেতে হয়েছিল তাকে
মহাত্মা গান্ধী হালকা ভাবে নেননি
এই ঘটনাটিকে ।
তিনি লড়াই করেছিলেন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে
সত্য আর অহিংসার অস্ত্রে
পরাজিত করেছিলেন বর্ণ বৈষম্যকে।
দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে
লড়াই শুরু করেছিলেন অত্যাচারী
ইংরেজ সরকারের বিরুদ্ধে ।
খেদা, চম্পারন আর আমেদাবাদে
এক এক করে হয়েছিলেন জয়ী
অত্যাচারী ইংরেজ শাসকের বিরুদ্ধে
সত্য আর অহিংসার অস্ত্র কে সঙ্গে নিয়ে ।
ইংরেজ সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে
অসহযোগ, আইন অমান্য ও ভারত ছাড়ো
তিনটে বিখ্যাত আন্দোলন করেছিলেন
ভারতবাসীদের সঙ্গে নিয়ে ।
শেষ পর্যন্ত ভারত হয়েছিল স্বাধীন
কিন্তু দেশভাগ আহত করেছিল মহাত্মা গান্ধীকে
তিনি চিরকাল চেয়েছিলেন' অখন্ড ভারতের পক্ষে ।
হিন্দু-মুসলমানের দাঙ্গা
ব্যথিত করেছিল তাকে
শেষ পর্যন্ত দাঙ্গা বন্ধ করার জন্য
আমরণ অনশনের কর্মসূচি
চালিয়ে যেতে হয়েছিল তাকে ।
এই মহান নেতাকে
শেষ পর্যন্ত মরতে হয়েছিল
নাথুরাম গডসের মত
এক উগ্র হিন্দুত্ববাদীর হাতে।
বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন
বলেছিলেন হিংসায় উন্মুক্ত পৃথিবীতে
কেউ বিশ্বাস করবে না
গান্ধীজীর মত মহান নেতা
জন্মেছিলেন এই পৃথিবীতে
আজ গান্ধীজীর জন্মদিনে
ব্যথিত চিত্তে স্মরণ করি
ও শ্রদ্ধা জানাই এই মহান নেতাকে।
No comments:
Post a Comment