ভালো কবিতা
একটা ভালো কবিতা উলঙ্গ হয়ে ঘুরছে
ওর আকাঙ্ক্ষাগুলি নিমাই সন্ন্যাসী
ওর যৌনতা সকালবেলার রোদ
এসো , অক্ষর আর শব্দের ফাঁকে ফাঁকে
ওর জীবনদর্শন খুঁজে দেখি
আমরা এখন বিভ্রান্ত —
চাবুক খেতে খেতে
চাবুক খেতে খেতে
শরীরে কালশিটে দাগ
চলো, এখন অক্ষরবৃত্তে ঢুকি
ছন্দের স্পন্দনে পৃথিবী হেসে উঠুক দেখি !
No comments:
Post a Comment