Sunday, October 3, 2021

কবি সত্যেন্দ্রনাথ পাইন -এর একটি কবিতা

 শ্রাবণের বৃষ্টি




শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে

          পড়ুক ঝরে

আমাদের ফুল ফোটে না ফল ফলে না

            অকাতরে। 


জল জমা মাটির মাঝে আকুল করা 

            দুটি নয়ন

শিউলি তলায় আনাগোনা ফুল কুমারীর

            ব্যাকুল চরণ। 


কে যেন গো ডাকছে শুনি ব্যাকুল স্বরে

             নদীর চরে

কে যেন গো হাঁকছে শুধু মায়ের কাছে

              হৃদয়ভরে। 


এসো এসো সামনে এসে ভরাও আমায়

             আপন ঘরে

আজি শিউলি ফুলে মাতাবো সবায় এসময়ে

              যতন করে।

No comments: