আভাস
শরৎ আকাশে ভেসে ভেসে
আসছে পূজোর আভাস ।
কৌলাস থেকে মা আসছেন
বইছে খুশির বাতাস ।
শেফালি তলায় ঝড়া শেফালি
গন্ধে মাতায় ভূবন ।
কাশফুলগুলি দ্যৌদুল দোলে
আহা কি শোভা দর্শন।
শরৎ আকাশে স্নিগ্ধ বাতাসে
ভাসে আগমনী সুর ।
আর দেরি নেই মহোৎসবের
হবে মার আবাহন।
করোনার কালে পূজো শিয়রে
মন ভারী ভারাক্রান্ত।
দশপ্রহরিণী দশভূজা মাগো
পৃথিবীটাকে কর শান্ত ।
No comments:
Post a Comment