শারদীয়া
নদী পাড়ে কাশের বন
ডাক দিয়েছে আয়রে আয়।
সবুজ খেতের শিশির রেখা
আগমনীর গান যে গায়।
মেঘের কোলে শান্ত আকাশ
শীতল বাতাস দোদুল বায় ।
শিউলি ফুলের মিষ্ট সুবাস
শারদীয়ার আলো - ছায়।
সবুজ আমের শাখে শাখে
মিলন মেলার গন্ধ পায়।
আলতা পরা দুর্গা মাকে
দু-চোখ ভরে দেখতে চাই।
শ্রাবণ ধারা বাঁধন হারা
শরতে তার শেষ বিদায়।
শাপলা, শালুক দিঘি ভরা
পদ্ম ফুলে দীপ জ্বালায়।
পূজা পূজা গন্ধ বাতাস
সোনার রোদে মত্ততায়।
আশ্বিনে সেই নতুন আভাস
মাতৃ পূজার বন্দনায়।
দোলায় দোলে নব শাখে
উঠোন ভরে আলপনায়।
বরণ ডালা গাথা মালা
গ্রামের বধূ শাঁখ বাজায়।
পূজা পাঠে পূর্ণ ঘটে
শুক্লা পক্ষের চন্দ্রিমায়।
উল্লাসে প্রাণ মেতে ওঠে
মরা গাঙে বন্যা বয়।
No comments:
Post a Comment