Sunday, October 3, 2021

কবি তাপস মাইতি -এর একটি কবিতা

 নীলিমা তারা 


            


ভর সহ্য করতে করতে পুনরায় 

পৃথিবীর নিজস্ব কেন্দ্রের দিকে 

                        টান হয়ে উঠি ।


সমস্ত প্রেম যদি হয় 

                        সবুজ ও সতেজ 

আমি আমার ওজন -- টনের সীমারেখা 

বরাবর তাকে আর একবার 

টেনে ধরে তুলতে চাই ।


ঘূর্ণনের অপর নাম কেন্দ্রিক ভারকর্ষণ

সে -- এর সহ্যের কথা জানে না 

বলেই, আমি তার নীল -- নীলিমা 

তারায় একটা সহবাস রচনা করি ।

No comments: