গন্তব্য
সে যে শরতের স্নিগ্ধ সুধাংশু-কিরণ,
উভয়েরি প্রাণে করে অগ্নি বরিষণ।
ইচ্ছে হলে আসে আবার চলেও যায়
তারই বিরহে কাটে স্মৃতি মেদুরতায়।
অজস্রজন্ম বৃথা অনাহুত করে শোক র্যালী
মিছিলে মিছিলে ভেতরটায় দেয় উলুধ্বনি।
সে ছাড়া যে নিতান্তই সব নিরর্থক
জীবন গানে সেই-তো শ্রেষ্ঠ আভোগ।
বলি কবিতায়, যদি তার ভালোবাসা পাই
সমুদ্দুর হবো, না-পেলে সন্ন্যাসী।
No comments:
Post a Comment